ঢাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ AM

রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার অলিগলি ঘুরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় তিনি বিভিন্ন থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এই তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোরে উপদেষ্টা তাঁর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানায় যান। গুলশান থানা থেকে তিনি ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত আসেন। এ সময় উপদেষ্টা আশপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন।