আজ থেকে শুরু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২১ PM
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে জানান, এই কার্যক্রমের উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) রোববার নির্বাচন কমিশনের কাছে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যবহারের জন্য ৪ হাজার ৩০০টি ব্যাগ প্রদান করেছে। নির্বাচন কমিশনের প্রতি তাদের সহায়তা যথেষ্ট প্রশংসিত হয়েছে, বলে মন্তব্য করেন সিইসি নাসির উদ্দীন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে জন্মগ্রহণ করা ব্যক্তিদের নিবন্ধন করা হবে। তাছাড়া যারা পূর্বে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদেরও তালিকাভুক্ত করা হবে। মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
নতুন ভোটারদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য: ১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি। ২. নাগরিকত্ব সনদের কপি। ৩. নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি। ৪. এসএসসি বা দাখিল সনদের কপি। ৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদারি ট্যাক্স রশিদ)।
ভোটার হওয়ার সময় কিছু সতর্কতা: ১. নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ সঠিকভাবে লিখুন। ২. জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। ৩. স্থায়ী ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে। ৪. দ্বৈত ভোটার নিবন্ধন করা যাবে না।
বর্তমানে বাংলাদেশের ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০, যার মধ্যে পুরুষ ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭, নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন।