বদলির ২ মাস পেরিয়ে গেলেও চেয়ার ছাড়েননি মোসলেহ উদ্দীন
বদলির দুই মাস পেরিয়ে গেলেও চেয়ার ছাড়েননি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (সদস্য প্রকৌশল) মোসলেহ উদ্দীন আহম্মদ। এ প্রকৌশলী চেয়ার না ছাড়ায় তাঁর স্থলে পদায়নকৃত গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী আবু হানিফ দায়িত্ব নিতে পারেননি।
গত বছরের ২৪ অক্টোবর প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহম্মদকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশলী ও সমন্বয়) থেকে প্রত্যাহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রত্যার্পণ করা হয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাকে বদলি করা হয়।
তবে বদলির প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও তিনি চেয়ার ছাড়েননি বলে জানা গেছে। এমনকি এ প্রকৌশলী জাগৃকের আরেক সদস্য (নকশা ও পরিকল্পনা) বিজয় কুমার মন্ডল অবসরে যাওয়ার পর সেই চেয়ারও দখলে রেখেছেন। সংস্থাটির একাধিক প্রকৌশলীর ধারণা মোহসলেহ উদ্দীনের চাকরি আর মাস দুয়েক সময় আছে। এরইমধ্যে তিনি আর এ চেয়ার ছাড়বেন না। আর প্রভাবশালী এ প্রকৌশলীকে চটিয়ে কাজী আবু হানিফও তার নতুন দায়িত্বে বসতে সাহস পাবেন না।
এ বিষয়ে জানতে প্রকৌশলী মোসলেহ উদ্দীনের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।