বৃষ্টির কারণে জুন-জুলাইয়ে প্রকল্প না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বৃষ্টির কারণে জুন আর জুলাই মাসে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (০২ জুন) একনেকের বৈঠকে তিনি এ নির্দেশ বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জুন জুলাইয়ে প্রকল্প বাস্তবায়নের বদলে গবেষণা বা অন্যান্য কাজ এগিয়ে রেখে বৃষ্টি শেষে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন।
এছাড়া আবহাওয়াবিদদের মতামত নিয়ে বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেনে বলে জানান আব্দুস সালাম।
প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প পরিচালক নিয়োগের পর প্রশিক্ষণ দিতে হবে। এক পিডিকে একটার বেশি প্রকল্প দেওয়া যাবে না।
এছাড়া ঢাকার আশপাশে কৃষি জমি আবাসনের কাজে ব্যবহার হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে কৃষি জমি আছে সেখানে কৃষি কাজ যেনো ব্যাহত না হয়।