টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশী মেরিনা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩০ AM

যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১৬ এপ্রিল) এ তালিকা প্রকাশিত হয়।

তাবাসসুমকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন মার্কিন স্থপতি  সারাহ হোয়াইটিং। তিনি লেখেন, ‘তাবাসসুমের স্বার্থহীনতার পরিচয় তাঁর নকশা করা ভবনগুলোর মাঝেও দেখা যায়। আগা খান পুরস্কারপ্রাপ্ত ঢাকার বাইত উর রউফ মসজিদ নিয়ে তাবাসসুম নিজে বলেছেন, ‘‘কৃত্রিম কোন সাহায্য ছাড়াই একটা ভবনকে শ্বাস-প্রশ্বাস নিতে দিতে হবে।’’ আবহাওয়ার পরিবর্তনের কারণে বন্যা ঝুঁকি বাড়তে থাকা একটি দেশে তিনি এমন সব বাড়ির নকশা করেছেন যেগুলো কম খরচে নির্মাণ করা যায় ও সহজে সরিয়ে ফেলা যায়।’

বাইত উর রউফ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর ও স্বাধীনতা স্তম্ভ মেরিনার উল্লেখযোগ্য কীর্তি। আগা খান পুরস্কার ছাড়াও ২০২১ সালে সোন পুরস্কার পান মেরিনা তাবাসসুম।