মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১০:০০ AM

আজ ২৬ মার্চ, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনের প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।

মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে জাতি। দিবসটি উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়াও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

আজ মঙ্গলবার ভোর ৫টা ৫৭ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রথম সারির নেতারা। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

পরে সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ।