দেশীয় খেলা শুরু করতে হবে, যাতে হারিয়ে না যায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ AM

দেশীয় খেলা শুরু করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা শরীর সুস্থ্ রাখে, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। আমাদের দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য সবাই মিলে উদ্যোগ নিতে হবে। 

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, হাডুডু থেকে শুরু করে সব ধরনের দেশীয় খেলা শুরু করতে হবে। যাতে এগুলো হারিয়ে না যায়। আমি মনে করি, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে আমাদের ছেলেমেয়েরা মানসিক দিক থেকে আরও উন্নত, উদার ও সুস্বাস্থ্যের অধিকারী হবে।

প্রধানমন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শুধু ক্রিকেট-ফুটবল না, সব ধরনের খেলাধুলার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা গড়ে তোলার দরকার। এতে করে আমাদের ছেলে-মেয়েদের যেমন শরীরচর্চা হবে তেমনি তাদের মন-মানসিকতা আরও সুন্দরভাবে গড়ে উঠবে।

তিনি বলেন, আজকে আমাদের ছেলে-মেয়েরা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও খেলাধুলায় ভালো অর্জন করছে। যেটা স্বাধীনতার পরপরই শুরু হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় রাশিয়া-ভারত এমনকি ভিয়েতনামে পর্যন্ত আমাদের যুব টিম পাঠিয়েছিলেন। তিনি প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছিলেন। কাজেই সেইভাবে আমাদের খেলাধুলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সরকারপ্রধান বলেন, আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী। একটু সুযোগ করে দিলে তারা ভালো কিছু করতে সক্ষম।

তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরাসহ সবাই মিলে উদ্যোগ নেবেন, যেন দেশীয় খেলাগুলো হারিয়ে না যায়।

এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন, তাদের অগ্রিম অভিনন্দনও জানান। আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করার প্রতি জোর দেন শেখ হাসিনা।