ভোটের মাঠে কেউ বৈধ অস্ত্র দেখালেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটের মাঠে কেউ বৈধ অস্ত্র প্রদর্শন করলেও নির্বাচনী কর্মকর্তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সভা শেষে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের কর্মীর ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গতকাল সোমবার ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বিএনপির নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের এক সমাবেশে উপস্থিত হওয়ান। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজীর হাতে দুই নলের একটি বন্দুক বহন করতে দেখা যায়। এ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরকে কারণ দর্শানোর নোটিশও দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সাংবাদিকরা প্রশ্ন করলে এর উত্তরে তিনি বলেন, ‘ভোটের মাঠে কেউ বৈধ অস্ত্র প্রদর্শন করলেও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে মাঠ প্রশাসন।’
বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কেউ গ্রেপ্তার হচ্ছেন না।’
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘ইসির নির্দেশনা মেনে দেশের সব থানার ওসিকেই বদলি করা হবে।’
বড় দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বড়দিনে গীর্জাগুলোর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ঘিরে, আগের দিন থেকে সড়কে চেকপোস্ট বাড়ানো হবে। এছাড়া, খোলা আকাশের নিচে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।