এইচএসসিতে পাসের হার দশ বছরের মধ্যে সর্বনিম্ন, ফেল বেশি হিসাববিজ্ঞান, ইংরেজি ও আইসিটিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩০ PM


নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। এবার ১১টি শিক্ষা বোর্ডে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছেন। সবচেয়ে বেশি ফেলের হার হিসাববিজ্ঞান, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল হক।

তিনি বলেন, “এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।”

বিশ্লেষণে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি ফেলের হার হিসাববিজ্ঞানে— ৪১ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ইংরেজিতে ফেল করেছেন ৩৮ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী, আর আইসিটিতে ফেলের হার ২৭ দশমিক ২৮ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের দিক থেকে এবারও ছাত্রীদের ফলাফল ছেলেদের তুলনায় ভালো। ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।   বিভাগভিত্তিক ফলাফল
তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এরপর রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ, যার পাসের হার ৫৫ দশমিক ৫২ শতাংশ। সর্বনিম্ন পাসের হার মানবিক বিভাগে— ৫০ দশমিক ৫৪ শতাংশ।

মানবিক বিভাগে এবার পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৯৭ হাজার ২৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৯২ হাজার ৩৯৮ জন। ছাত্রদের পাসের হার ৪৯ দশমিক ৬৫ শতাংশ, আর ছাত্রীদের ৫১ দশমিক ১০ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৯৯ হাজার ৪৫১ জন। এখানে ছেলেদের পাসের হার ৫০ দশমিক ২২ শতাংশ এবং মেয়েদের ৬২ দশমিক ১৫ শতাংশ।

বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পাস করেছেন ২ লাখ ৬ হাজার ৩৯৩ জন। ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৫১ শতাংশ এবং মেয়েদের ৭৯ দশমিক ৬৭ শতাংশ।

ফল পুনঃনিরীক্ষার আবেদন
ফল পুনঃনিরীক্ষার জন্য আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করা যাবে https://rescrutiny.eduboardresults.gov.bd
 ওয়েবসাইটে। বিস্তারিত আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।