জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল
-1121044.jpg?v=1.1)
মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়–এর সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ–এর সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ রবিবার (১২ অক্টোবর) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, পূর্বের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশন–এর সদস্য হিসেবে বদলি করা হয়। তার বিদায়ের পর অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্বে ছিলেন। এই নিয়োগের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পূর্ণকালীন সচিব নিয়োগ দেওয়া হলো।