বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ আইজিপি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১১:৫৯ PM

পুলিশের আরও চারজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনগুলোতে বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

সংশ্লিষ্টরা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর এক দিন আগে, রোববার (২৭ জুলাই) পুলিশের ১৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।