জনপ্রিয়তা পাচ্ছে নতুন সম্পর্ক ‘ন্যানোশিপ’
২০২৪ সালে তরুণ প্রজন্মের মধ্যে বেশ কিছু নতুন ডেটিং টার্ম জনপ্রিয়তা পেতে শুরু করেছে, যেমন সিচুয়েশনশিপ, ব্রেডক্রাম্বিং এবং বেঞ্চিং। এরই মধ্যে নতুন একটি শব্দ ‘ন্যানোশিপ’ সামনে এসেছে এবং বিশেষভাবে জেন-জিদের মধ্যে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে।
ন্যানোশিপ এমন একটি সম্পর্ক যা একেবারে ক্ষণস্থায়ী, যেখানে কোনো প্রতিশ্রুতি বা দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা নেই। এখানে শুধুমাত্র বর্তমান মুহূর্তটিকেই উপভোগ করা হয়। উদাহরণস্বরূপ, কোনো পার্টিতে বা পাবলিক বাসে দুজনের মধ্যে যে কোনও স্বল্প সময়ের যোগাযোগ, সময় কাটানো বা মেলামেশা, তাকে ন্যানোশিপ বলা যেতে পারে। এটি এমন সম্পর্ক যেখানে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবনার কোনো প্রয়োজন নেই, শুধু বর্তমান সময়েই মনোযোগ দেওয়া হয়।
এটির সঙ্গে সিচুয়েশনশিপ এর পার্থক্য হল, সিচুয়েশনশিপে কিছুটা বেশি সময় ধরে শারীরিক বা মানসিক সম্পর্ক থাকতে পারে, তবে তাও কোনো ধরনের প্রতিশ্রুতি বা দায়বদ্ধতা থাকে না। এই সম্পর্কগুলো কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে, যেখানে কখনো সপ্তাহে কয়েকবার যোগাযোগ হয়, আবার কখনো মাসের পর মাস যোগাযোগ বন্ধও হয়ে যায়। তবে ন্যানোশিপ একেবারে সংক্ষিপ্ত এবং অন্তত শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা নাও থাকতে পারে।
এভাবে, ন্যানোশিপ হলো সেই সম্পর্ক যা কোনো বড় আশা বা প্রতিশ্রুতি ছাড়াই, শুধুমাত্র মুহূর্তে তৈরি হয় এবং একটি ছোট, ক্ষণস্থায়ী অভিজ্ঞতা প্রদান করে।