সৌদি আরবের 'নিওম' প্রকল্পের প্রথম বিলাসবহুল দ্বীপের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৭ AM

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রকল্প 'নিওম'। পর্যটনকে জমজমাট করতে ভবিষ্যৎ প্রজন্মের মেগা প্রকল্প ‘নিওম’ এর বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। গত রবিবার লোহিত সাগরের বুকে নির্মিতব্য নিওম প্রকল্পের বিলাসবহুল দ্বীপ সিন্দালাহ’র উদ্বোধন করেছে দেশটি।  

নিওম প্রকল্পকে বলা হচ্ছে সৌদি আরব সরকারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। নিওম এবং আরও কয়েকটি বড় আকারের নির্মাণ প্রকল্পের আওতায় লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপসহ বিভিন্ন পর্যটক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। সেটির প্রথম ধাপ হিসেবে উন্মুক্ত করে দেওয়া হলো সিন্দালাহ।

সিন্দালাহ দ্বীপটি লোহিত সাগরে নিওমের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করবে, যার মধ্যে ইউরোপ, সৌদি এবং অন্যান্য দেশ থেকে ইয়টের মাধ্যমে সহজেই প্রবেশ করা যাবে।

এক বিবৃতিতে নিওমের সিইও নাজমি আল-নাসর বলেন, 'সিন্দালাহর উদ্বোধনের মধ্য দিয়ে সৌদির বিলাসবহুল পর্যটনের প্রতি নিজেদের অঙ্গীকার তুলে ধরল নিওম। ভবিষ্যতে এই প্রকল্প ঘিরে যেসব আয়োজন থাকছে পর্যটকরা তারই এক ঝলক দ্বীপটিতে দেখতে পাবেন। ২০০ একরেরও বেশি জায়গা নিয়ে সিন্দালাহ দ্বীপটি বিস্তৃত। ২০২৮ সালের মধ্যে এখানে প্রতিদিন ২,৪০০ জন অতিথি ভ্রমণ করতে পারবেন।'  

বিশ্বের অবিশ্বাস্য পাঁচটি কৃত্রিম দ্বীপ বিশ্বের অবিশ্বাস্য পাঁচটি কৃত্রিম দ্বীপ 
২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথম এ প্রকল্পের ঘোষণা দেন। সিন্দালাহ’র উদ্বোধন নিওমের অগ্রগতির পথে একটি বিরাট মাইলফলক হিসেবে কাজ করবে। 

দুই বছরের কঠোর প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে কল্পনা থেকে বাস্তবে সিন্দালাহ’র রূপান্তর সম্ভব হয়েছে। ইতিমধ্যে একঝাঁক আমন্ত্রিত অতিথিকে দ্বীপের সৌন্দর্য উপভোগের জন্য সেখানে স্বাগত জানানো হয়েছে।

ঘুরতে গেলে হাই হিল পরতে পারবেন না যে দেশেঘুরতে গেলে হাই হিল পরতে পারবেন না যে দেশে
লাক্সারি ট্যুরিজমের অংশ হিসেবে সিন্দালাহতে অতিথিদের জন্য থাকছে বিশ্বমানের ইয়ট, বিলাসবহুল হোটেল, গলফ কোর্স, রেস্তোরাঁ এবং বিপণিকেন্দ্র। 

জানা গেছে, লোহিত সাগরের বিভিন্ন স্থানে ৫০টি দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে দেশটির। 

কর্তৃপক্ষের আশা, লোহিত সাগরের দ্বীপগুলোতে বিলাসবহুল রিসোর্ট করা হলে তা দেশ-বিদেশের পর্যটকদের উৎসাহিত করবে, যা পর্যটন খাতের আয়কে বাড়িয়ে তুলবে।

সূত্র: আল আরাবিয়া