পাকিস্তানে বহুজাতিক নৌ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৬০ দেশ

পাকিস্তান বড় ধরনের একটি নৌ মহড়ার আয়োজন করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ, তুরস্কসহ মোট ৬০টি দেশ অংশগ্রহণ করবে। এই দ্বিবার্ষিক বহুজাতিক মহড়া অনুষ্ঠিত হবে পাকিস্তানের প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, পাঁচ দিনব্যাপী।
পাকিস্তান নৌবাহিনী রোববার জানায়, এই মহড়ার নাম হবে “আমান ২৫” এবং এটি ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০০৭ সাল থেকে পাকিস্তান এই ধরনের মহড়ার আয়োজন করে আসছে এবং এটি হবে নবমবারের মতো। এবারের মহড়ার থিম হলো “নিরাপদ সমুদ্র; সমৃদ্ধ ভবিষ্যৎ”।
এছাড়া, এই বছর মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো “আমান ডায়ালগ”, যেখানে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এবং যৌথ কৌশল প্রণয়ন করা হবে সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন্স ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশ নেবেন।
পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, “আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে তাদের প্রচেষ্টার একটি অংশ।” ২০০৭ সালে প্রথম মহড়া অনুষ্ঠিত হয়েছিল এবং ২৮টি দেশ এতে অংশ নিয়েছিল। বর্তমানে, ২০২৩ সাল নাগাদ ৫০টিরও বেশি দেশ এতে অংশ নেয়।
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ ইতোমধ্যেই মহড়ায় অংশগ্রহণের উদ্দেশে রওয়ানা হয়েছে। জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ২৭৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশ নেবেন। এর আগে, ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।