লস অ্যাঞ্জেলেসে নতুন করে শুরু হয়েছে দাবানল
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় অন্তত ৩১ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ২৩ হাজার বাসিন্দাকে সতর্কতা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার ক্যাস্টাইক লেকের কাছ পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়ে। এ ছাড়া সান দিয়েগো ও ওশানসাইডের কাছেও দাবনল শুরু হয়েছে।
প্রায় ১০ হাজার একরজুড়ে জ্বলছে এই দাবানল। তবে এখন পর্যন্ত কোনো বাড়ি বা ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তর খবর জানা যায়নি। এরইমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস। দাবানলে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। পরবর্তীতে বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা। এর মধ্যে নতুন করে ফের শুরু হলো দাবানল।