বিদায়ের আগে আড়াই হাজার অপরাধীর সাজা মওকুফ করলেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ AM

বিদায়ের আগে অ-হিংসাত্মক মাদক অপরাধে দোষী সাব্যস্ত প্রায় ২৫০০ জনের সাজা মওকুফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউস একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষমা প্রদানের ঘটনা হিসেবে অভিহিত করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়ে বলেছে, বাইডেন এক বিবৃতিতে বলেছেন, যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা বর্তমানে যে শাস্তি পেতেন, তার চেয়ে অনেক বেশি দীর্ঘ সাজা ভোগ করছিলেন। তিনি এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক ভুল সংশোধনের এবং শাস্তির বৈষম্য দূর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছেন। বাইডেন আরও জানান, এটি যোগ্য ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেয়।

বাইডেন বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমি এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত ক্ষমা ও সাজা মওকুফ প্রদান করেছি।” এর আগে, ডিসেম্বর মাসে, বাইডেন ১৫০০ মানুষের সাজা কমিয়েছিলেন এবং ৩৯ জনকে ক্ষমা দিয়েছিলেন। ওই মাসে, বাইডেনের এক ক্ষমা তালিকায় নিজের ছেলে হান্টার বাইডেনও ছিলেন, যিনি অস্ত্র ও ট্যাক্স সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।