তিব্বতে ভূমিকম্পে ৫৩ জন নিহত
চীনের তিব্বতের পাহাড়ি অঞ্চলে সোমবার সকালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৬২ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি শিগাতসে শহরের কাছে সকাল ৯টার দিকে আঘাত হানে। এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং এর প্রভাবে নেপাল, ভারতের কিছু অংশ ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। ওই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিস্থিতি এরকম বড় ভূমিকম্পের জন্য সহায়ক।
শিগাতসে তিব্বতের একটি পবিত্র শহর হিসেবে পরিচিত। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পে অন্তত ১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের বিমানবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। তবে তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় উদ্ধারকাজে চ্যালেঞ্জ আসছে।
নেপালে ভূমিকম্পটি অনুভূত হলেও সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।
সূত্র: বিবিসি