যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে বিলম্বিত ও বাতিল কয়েক হাজার ফ্লাইট
শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রাজ্য। এতে বিপর্যয়ের মধ্যে পড়েছে ৬ কোটিরও বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এবারই সবচেয়ে ভারী তুষারপাত ও শীত পড়তে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শনিবার থেকে একটি মেরু ঘূর্ণিঝড় আর্কটিক থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ব্যাপক শৈতপ্রবাহ নিয়ে এসেছে। এতে আবহাওয়া চরম প্রতিকূল হয়ে উঠেছে।
ঝড়ের কারণে এরই মধ্যে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। কুয়াশা ও ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু স্কুল।
তুষারঝড়ের কারণে কানসাস এবং মিসৌরিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস ৬টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে, যার মধ্যে এসব এলাকাও রয়েছে। জরুরি অবস্থার আওতায় পড়া অন্যান্য অঙ্গরাজ্য হচ্ছে— কেনটাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, আরকানসাস এবং নিউ জার্সির কিছু অংশ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, সোমবার পর্যন্ত বিপর্যয়কর শীতের ঝড়, বিপুল পরিমাণ ভারী তুষারপাত ও জমে থাকা বরফ কেন্দ্রীয় সমভূমি অঞ্চল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত এলাকায় বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে। সোমবারের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।