কে হচ্ছেন পরবর্তী হামাসপ্রধান
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বছরব্যাপী হত্যার মিশন বৃহস্পতিবার সফলভাবে সম্পন্ন করেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর দেশটিতে হামাসের নজিরবিহীন হামলার মাস্টারমাইন্ড বলা হয় সিনওয়ারকে। খবর সিএনএন, তাসের
ইরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়া হত্যা। গত বুধবার সিনওয়ারকে হত্যা করে ইসরায়েল। পরপর দুই শীর্ষ নেতাকে হারানোর ঘটনা সংগঠনটির জন্য একটি বড় আঘাত। তবে এসব হামলায় হামাসকে দ্রুতই শেষ করা সম্ভব হবে না। ইতিমধ্যে হামাস তাদের লড়াই চালিয়ে যাওয়ার এরই মধ্যে অঙ্গীকার করেছে। বলেছে, সিনওয়ারসহ শীর্ষ নেতাদের এভাবে মেরে ফেলার অর্থ এই নয়, তাদের আন্দোলন–সংগ্রাম শেষ।
শুক্রবার হামাসের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে সিনওয়ারের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ‘হামাস প্রতিবারই আরও শক্তিশালী ও জনপ্রিয় হয়েছে। মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠার পথে ভবিষ্যৎ প্রজন্মের যাত্রা অব্যাহত রাখতে এই নেতাদের একেকজন আদর্শ হয়ে রইবেন।’
এখন সিনওয়ার হত্যাকাণ্ডের পর তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হতে পারেন হামাসের পরবর্তী প্রধান-
মোহাম্মদ সিনওয়ার
উত্তরসূরি কে হবেন, সে ব্যাপারে সিনওয়ার নিজে থেকে কোনো পরামর্শ দিয়ে গেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে অনেকেই সিনওয়ারের উত্তরসূরি হিসেবে তার ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে বিবেচনা করছেন। বড় ভাই ইয়াহিয়ার মতো তিনিও একজন কট্টর নেতা। সম্প্রতি হামাসের সামরিক শাখার কমান্ডার হয়েছেন তিনি।
মোহাম্মদ সিনওয়ারের ভাগ্য এখনো অজানা। গতকাল ইসরায়েলের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র বলেছেন, তারা ‘সক্রিয়ভাবে খুঁজছেন’ তাকে। এর আগে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, গত বছরের বেশির ভাগ সময় দুই ভাই পাশাপাশি অবস্থানে থেকে কাজ করেছেন। অতি সম্প্রতি গত আগস্টের দিকে একত্র হয়েছিলেন তারা।
মুসা আবু মারজুক
সিনওয়ারের সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম মুসা আবু মারজুক। হামাসের রাজনৈতিক শাখার এই উপপ্রধান সংগঠনটি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। সিনওয়ারের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা তারও প্রবল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার আগপর্যন্ত দেশটিতে পাঁচ বছর ছিলেন তিনি। পরে সেখান থেকে তাকে প্রত্যাবর্তন করতে হয়।
খালেদ মেশাল
হামাসের প্রভাবশালী নেতাদের একজন খালেদ মেশাল। তিনি সংগঠনের রাজনৈতিক শাখার সাবেক প্রধান। সিনওয়ার হত্যাকাণ্ডের পর হামাসের হাল তিনিও ধরতে পারেন। খালেদ মেশাল আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে অতীতে তিনি বৈঠক করেছেন।
হামাসপ্রধানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে খালেদ মেশাল কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। কেননা, অতীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের বিরুদ্ধে সুন্নি মুসলিমদের বিদ্রোহে সমর্থন দিয়েছিলেন তিনি। যদিও হামাস একটি সুন্নি সংগঠন, তবু শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান তাকে সমর্থন করে থাকে।
খলিল আল হায়া
সিনওয়ারের সহকারী খলিল আল হায়া তার উত্তরসূরি হওয়ার অন্যতম শক্তিশালী প্রার্থী। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত আলোচনায় হামাসের প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন তিনি। কাতারে থেকে তিনি কার্যক্রম পরিচালনা করে থাকেন।
এই নেতাদের মধ্যে খালেদ মেশাল ও আল হায়া অনেক বছর ধরেই হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দুজন হিসেবে কাজ করছেন। অতীতে তাদের হত্যায় কয়েক দফা চেষ্টা চালিয়েছে ইসরায়েল। তবে সফল হয়নি। ১৯৯৭ সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু সদস্য কানাডীয় পর্যটকের বেশে মেশালের কানে বিষাক্ত পদার্থ স্প্রে করেন। ঘটনাটি ব্যাপকভাবে প্রচার পেলে পরবর্তী সময়ে জর্ডানে কয়েকজন ইসরায়েলি গুপ্তচরকে আটক করা হয়।
শুধু ইসমাইল হানিয়া বা ইয়াহিয়া সিনওয়ার নন; ইসরায়েল আগেও হামাসের একাধিক নেতাকে হত্যা করেছে। তাদের মধ্যে ২০০৪ সালে হত্যা করা হয় সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে। এ হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরই নিহত হন তার উত্তরসূরি আবদেল আজিজ রানতিজি।
প্রতিষ্ঠার পর হামাস এভাবে কয়েকজন শীর্ষ নেতাকে হারালেও বারবারই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তবে এ মুহূর্তে তারা কীভাবে আবার সংগঠিত হবে, তা নিয়ে বলা কঠিন। কেননা, সিনওয়ারের শাসনাধীনে হামাসের সাংগঠনিক কাঠামোয় কতটা পরিবর্তন এসেছে, সেটি পরিষ্কার নয়।
হামাসের দুই শীর্ষ নেতা নিহত হওয়ার পর সংগঠনে নিজের ক্ষমতা সুসংহত করেছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গাজায় হামাসের একক সিদ্ধান্তপ্রণেতা হিসেবে তিনি অবির্ভূত হন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদিন আল–কাসাম ব্রিগেডের কমান্ডার ছিলেন মোহাম্মদ আল–মাসরি। মোহাম্মদ দেইফ নামে বিশেষভাবে পরিচিত এই নেতা গত জুলাইয়ে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এর আগে গত মার্চে তার সহকারী মারওয়ান ইসা নিহত হন বলে জানায় আইডিএফ। হামাস এ দুই নেতার নিহত হওয়ার কথা স্বীকার করেনি।
গত জুলাইয়ে ইরানের তেহরানে হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। তিনি নিহত হওয়ার পর সিনওয়ারই ছিলেন হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান। তবে এ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য করেনি।