বন্যাকবলিত ৩ জেলায় ৩৩ হাজার পাউন্ড ত্রাণ সহায়তা দেবে যুক্তরাজ্য
দেশের তিন জেলায় বন্যা কবলিতদের জন্য ৩৩ হাজার পাউন্ড (প্রায় ৫২ লাখ টাকা) জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। তিনটি জেলা হলো- ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী।
সোমবার (২৬ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ ঘোষণার কথা জানায়।
এতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ৩৩ হাজার পাউন্ড জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে। এই অর্থ সহায়তা অতীব গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম, খাদ্য, নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
এটি বাস্তবায়নে সাহায্য করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং দেশটিতে ভারী বৃষ্টিপাতে উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালীসহ দেশের ১২ জেলায়। এ বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখ মানুষ। বানভাসি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। ফলে ত্রানের জন্য হাহাকার পড়ে গেছে। ইতোমধ্যে ত্রাণ সহায়তার জন্য ঝাঁপিয়ে পড়েছে দেশের সর্বস্তরের মানুষ। তবে প্রবল স্রোতের কারণে এখনও কিছু এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।