সমুদ্রে বোতলে মদ ভেবে খেয়ে ৩ জেলের মৃত্যু

সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন একদল জেলে। সেখানে পড়ে থাকা বোতল দেখে শ্রীলঙ্কার একদল জেলে ভেবেছিল সেগুলোতে মদ রয়েছে। পরে সেই বোতলগুলো থেকে অজানা তরল পান করে চার জেলের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে জেলেরা মাছ ধরার সময় ওই বোতলটি পায়।
শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করে।
শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌবাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অসুস্থ জেলেদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত জেলেরা ৪ জুন টাঙ্গালে শহর থেকে ডেভন নামের একটি নৌযানে করে মাছ ধরতে যান। তাঁরা কিছু বোতল সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরকেও দিয়েছিল। ওই সব জেলেদের এরইমধ্যে এ বিষয়টি জানানো হয়েছে।