বিহারে ৯ দিনে ভেঙে পড়লো ৫ সেতু!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ০৯:০১ AM

ভারতের উত্তর-পূর্ব রাজ্য বিহারের মধুবনী অঞ্চলে শুক্রবার একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত নয় দিনে রাজ্যটিতে সেতু ধসের এমন পঞ্চম ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়, মধুবনী জেলার ভেজা থানার মাধেপুর ব্লকে আজ সেতুটি ভেঙে পড়ে, যেখানে একটি ৭৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণাধীন ছিল। ৩ কোটি রুপি ব্যয়ে নির্মিত সেতুটি ২০২১ সাল থেকে নির্মাণ করা হচ্ছিল। এটি নির্মাণ করছিল বিহার সরকারের গ্রামীণ পূর্ত বিভাগ। বর্ষায় পানির স্তর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি ২৫ মিটার দীর্ঘ পিলার নীচের নদীতে ভেঙে পড়ে।

বিহারে এর আগে গতকাল বৃহস্পতিবার কিষাণগঞ্জ জেলায় একটি সেতু ভেঙে পড়ে। তারও আগে গত ২৩ জুন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মাণাধীন ছোট সেতু ভেঙে পড়ে।

রাজ্যটিতে গত ২২ জুন ভেঙে পড়ে সিওয়ানে গন্ডক খালের ওপর নির্মিত একটি সেতু। তার আগে ১৯ জুন আরারিয়ায় একটি নির্মাণাধীন সেতুর একাংশ ধসে পড়ে। কোটি টাকা খরচ করে নির্মিত বাকরা নদীর উপর কংক্রিটের সেতুটি কয়েক সেকেন্ডে ভেঙে যায়।