হংকংয়ে বিমানের ধাক্কায় জর্ডানের নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৫ PM

হংকংয়ে রানওয়েতে বিমানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বিমানবন্দরের এক কর্মচারী।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এছাড়া বিবিসি, রয়টার্স, আল জাজিরার প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়।

নিহত ব্যক্তির নাম জানা না গেলেও তিনি জর্ডানের নাগরিক বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি টো-ট্রাকে করে টানা হচ্ছিল বিমানটিকে। তখন হঠাৎ করে ট্রাক থেকে বিমানের চাকার নিচে পড়ে যান ওই কর্মী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে দুর্ঘটনার সময় যে ব্যক্তি টো-ট্রাকটি চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ, তিনি ওই সময় ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, তার বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণেই যাত্রীর আসনে বসা ওই কর্মী ছিটকে পড়েন।

বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। সেসময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সন্দেহ করা হচ্ছে ওই কর্মচারী যখন টো-ট্রাকটিতে কাজ করছিলেন তখন তার সিটবেল্ট আলগা ছিল।’