নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ম্যাঁক্রো

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:১২ PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। নেতানিয়াহুর সঙ্গে ম্যাঁক্রোর ফোনালাপ হয়, তখন তিনি এই আহ্বান জানান।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর ওই টেলিফোনালাপের খবর প্রচার করেছে। ফোনালাপে ম্যাঁক্রো নেতানিয়াহুকে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, “ফ্রান্স আগামী কয়েকদিনের মধ্যেই জর্ডানের সহযোগিতায় গাজা উপত্যকায় মানবিক ত্রাণ তৎরপতা শুরু করতে যাচ্ছে।”

দৃশ্যত তিনি তার আগেই গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যাতে ত্রাণ তৎপরতায় কোনও বিঘ্ন সৃষ্টি না হয়।
নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত ম্যাঁক্রো গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একাধিকবার গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তবে ম্যাঁক্রোর সেসব কথাবার্তার প্রতি নেতানিয়াহু একদমই ভ্রুক্ষেপ করেননি। এমনকি এবারও তার কথায় কোনো সাড়া দেননি নেতানিয়াহু। বরং তিনি জানিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। 

সূত্র: আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে, দ্য গার্ডিয়ান, আল আরাবিয়া