আজেন্টিনায় ঝড়ের আঘাতে নিহত ১৪; উরুগুয়ে ২

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:২১ AM

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় একটি শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া উরুগুয়েতে আরও দুজন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টি ও বাতাসে এই হতাহতের ঘটনা ঘটেছে বলেছে গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) জানিয়েছে আর্জেন্টিনার কর্মকর্তারা। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এছাড়াও বিবিসির খবরেও অনুরূপ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহরে রোলার স্কেটিং প্রতিযোগিতা চলাকালীন একটি স্পোর্টস ভবনের ছাদ ধসে পড়ে। ঝড়ে বাতাসে ঘণ্টায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) গতি থাকার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই রোববার মন্ত্রীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাহিয়া ব্লাঙ্কায় ত্রাণ সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন।

বুয়েনস আইরেস থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে মোরেনো শহরে একটি গাছের ডাল পড়ে একজন নারীর মৃত্যু হয়। ঝড়ে নিহতদের মধ্যে ওই নারী ছিলেন ১৪ তম।

এদিকে জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, উরুগুয়েতে রোববার ভোররাতে ঝড়ের আঘাত হানে। এতে গাছ ভেঙে এবং ছাদ ধসে পড়ে অন্তত দুজন মারা গেছে।