বার্নি স্যান্ডার্সের বিরোধিতা
গাজায় নৃশংসতার মাঝেই বাইডেন প্রশাসনের ইসরায়েলে ১০.১ বিলিয়ন সহায়তার প্রস্তাব
গাজায় ইসরায়েলি চলমান নৃশংসতার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে ১০.১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তাব উত্থাপন করছে।
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স দেশটির আয়রন ডোম এবং ডেভিডের স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সরবরাহের পাশাপাশি সামরিক স্টক পুনরায় পূরণ করতে ইসরায়েলে ১০.১ বিলিয়ন ডলার পাঠানোর বাইডেন প্রশাসনের প্রস্তাবের বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
"আমি বিশ্বাস করি যে নিঃশর্ত সামরিক সহায়তায় অতিরিক্ত ১০.১ বিলিয়ন ডলার প্রদান করা একেবারে দায়িত্বজ্ঞানহীন হবে, যা নেতানিয়াহু সরকারকে তার বর্তমান আক্রমণাত্মক সামরিক পদ্ধতি অব্যাহত রাখতে দেবে," স্যান্ডার্স সোমবার সিনেটে বলেছিলেন।
"নেতানিয়াহু সরকার যা করছে তা অনৈতিক, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কর্মকাণ্ডে জড়িত হওয়া উচিত নয়," তিনি যোগ করেন।
স্যান্ডার্স গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাতে মার্কিন প্রগতিশীলদের চাপের সম্মুখীন হচ্ছেন।