গাজায় আবারও ইসরায়েলি নৃশংস হামলা, শিশুসহ কয়েক ডজন নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ AM

গাজা’য় আবারও শুরু হলো ইসরায়েলের তাণ্ডব। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে উপত্যকায় চালানো আগ্রাসনে প্রাণ গেছে ৩০ ফিলিস্তিনির। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত ছিলো যুদ্ধবিরতির মেয়াদ। দুই দফা সময় বৃদ্ধির পর, হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেল আবিব।

দক্ষিণ গাজায় রাফাহ সীমান্তেও হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে ৫ জন নিহত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

নতুন করে ইসরায়েলি অব্যাহত হামলায় শিশুদের মধ্যে আবারও ভয় ও ট্রমা ফিরে এসেছে। এছাড়া গাজা থেকে পালানো শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি।

আক্রমণ প্রসঙ্গে ইসরায়েলি বাহিনী আইডিএফ জানায়, সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে ইসরায়েল অভিমুখে রকেট ছুঁড়েছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে সেটি ভূপাতিত করা হয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। পরে গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে বিমান হামলা শুরু করে ইসরায়েল।

ইরান বলছে, ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করেছে আমেরিকার সাপোর্টে। 

এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরই গাজায় নারকীয় তাণ্ডব শুরু করে ইহুদি সেনাদল। আক্রমণে প্রাণ হারিয়েছে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি। যার মধ্যে রয়েছে ৬ হাজার শিশু।