কাতারে ফের হামলা হলে পাল্টা আক্রমণ করবে যুক্তরাষ্ট্র!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৮:১২ PM

গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশটিতে মার্কিন বাহিনী অবস্থান নেওয়া এবং সামরিক চুক্তি থাকার পরও ইসরায়েলের হামলার সমর্থন মার্কিন নীতির ব্যর্থতা হিসেবে দেখছে বিশ্লেষকরা। তবে এবার নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নতুন নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। এই আদেশে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে, কাতারের ওপর আবার কোনো বহিরাগত হামলা হলে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক ব্যবস্থা নেবে। 

বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি। কাতার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সন্ধানে যুক্তরাষ্ট্রের একটি ‘অটল মিত্র’ এবং যুক্তরাষ্ট্র ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

এতে আরও বলা হয়, কাতার রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি-স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার জেরে সৃষ্ট কূটনৈতিক ক্ষতি মেরামতের জন্য সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ ফোন কলে এই ক্ষমা গ্রহণ করেন।

হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারে গিয়ে মার্কিন-কাতার নিরাপত্তা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি তখন বলেছিলেন, তার দেশ ‘আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং যেকোনো আক্রমণ যাতে আর না ঘটে, তার জন্য ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এই প্রেক্ষাপটেই ট্রাম্প কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন।

সূত্র: আল জাজিরা