ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ AM

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ স্পেন। এবার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। মঙ্গলবার মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে রাজধানী মাদ্রিদে এক ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতির ব্যাপারে উদাসীনতার প্রতিবাদ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে কার্লোস কুয়েরপো বলেন, “স্পেনের সরকার মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

ব্রিফিংয়ে মন্ত্রী জানিয়েছেন, নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ইসরায়েলের সঙ্গে স্পেনের অস্ত্র ক্রয়-বিক্রয় এবং জ্বালানি পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।

স্পেনে ক্ষমতাসীন জোট সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “এর আগে বিভিন্ন সময়ে স্পেন স্লোভেনিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন, কিন্তু সেসব ছিল আংশিক। এই প্রথম কোনো দেশের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হলো।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অবশ্য আগেই এমন পদক্ষেপের ব্যাপারে আভাস দিয়েছেন। মঙ্গলবার নিষেধাজ্ঞা কার্যকর করার পর দেশটির বিরোধী দল পিপলস পার্টিও নিষেধাজ্ঞার বিরোধিতা করেনি।

তবে এ পদক্ষেপের ফলে স্পেনের সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েচেন পিপল পার্টির নেতা এস্তার মুনোজ। স্পেনের দৈনিক এল স্পাইসকে তিনি বলেন, “আমরা সরকারের এ পদক্ষেপের কারণ উপলব্ধি করতে পারছি; কিন্তু সত্য হলো আমাদের সামরিক ও নিরাপত্তা বাহিনী এখনও তাদের ব্যবহার্য অস্ত্রসহ অনেক কিছু ইসরায়েল থেকে আমদানি করে।”

“সরকারের উদ্দেশে আমাদের আহ্বান— কোনো কিছুই তুচ্ছ করে দেখা উচিত হবে না। আমরা এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।”

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সবচেয়ে বড় সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। গত মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মাদ্রিদ।

স্পেনের সরকারের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রী পিলার অ্যালিগ্রিয়া নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে  অনুষ্ঠিত সাম্প্রতিক বৈশ্বিক সম্মেলনকে ইঙ্গিত করে গতকাল এক বিবৃতিতে বলেছেন, “গত মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল স্পেন; জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে ফ্রান্স, পর্তুগাল, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও স্পেনকে অনুসরণ করেছে। স্পেন মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নের দৃঢ় সমর্থক।”

সূত্র : আনাদোলু এজেন্সি