গাজা সীমান্তে নজিরবিহীন সেনা মোতায়েন মিশরের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ০৮:৫২ AM

ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্ত ঘেঁষা এলাকায় নজিরবিহীনভাবে সেনা মোতায়েন করেছে মিশর। সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে ইতিমধ্যেই সেনারা অবস্থান নিয়েছে। বিশেষ করে গাজা সীমান্তবর্তী ‘জোন সি’ এলাকায় ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা বাড়ানো হয়েছে। সেখানে সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী এবং এম-৬০ যুদ্ধট্যাংক মোতায়েন রয়েছে। বর্তমানে উত্তর সিনাইয়ে সেনা সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজারে, যা ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তিচুক্তিতে নির্ধারিত সংখ্যার তুলনায় বহুগুণ বেশি।

মঙ্গলবার (১৯ আগস্ট) মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজার রাজধানী গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল- এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে, হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন।

মিসরীয় সূত্র জানায়, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে। কায়রো তাদের জানিয়েছে- এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা। তবে সতর্ক করে দেওয়া হয়েছে, যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায়, তার কঠোর জবাব দেওয়া হবে।

মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির প্রত্যক্ষ নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন।

তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায়। কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করে বলেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না, বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে।