ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান হেলেন ও রবিনসনের

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মিশরীয় অংশ পরিদর্শন করে গাজায় চলমান দুর্ভিক্ষের নেপথ্যের “বেদনাদায়ক বাস্তবতা” প্রত্যক্ষ করার পর বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সাবেক রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সংগঠন দ্য এল্ডার্স–এর সদস্য এই দুই নেতা সোমবার (আল আরিশে) মিশরীয় রেড ক্রিসেন্টের গুদাম পরিদর্শন করেন। সেখানে তারা “গাজাবাসীর কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত বিপুল পরিমাণ খাদ্য ও ওষুধ ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার কারণে আটকে আছে” বলে সংগঠনের এক বিবৃতিতে জানান।
তারা আরও জানান, সাহায্যকর্মীদের কাছ থেকে শুনেছেন যে সাহায্যবাহী ট্রাকগুলোকে “একাধিকবার কোনো যৌক্তিক কারণ ছাড়াই ফেরত পাঠানো হচ্ছে। গাজায় মানুষজন অ্যানাস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করছেন। এছাড়া অভিভাবকরা নিজেদের বা সন্তানদের খাওয়াতে পারছেন না”।
ক্লার্ক ও রবিনসন বলেছেন, বিশ্ব নেতাদের আর “চোখ ফিরিয়ে রাখা চলবে না। এখনই পদক্ষেপ নিতে হবে।”
তাদের ভাষায়, “গাজাবাসীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত অনাহার ও পদ্ধতিগত হত্যাকাণ্ড এখনই বন্ধ করতে হবে।”
সূত্র: আল জাজিরা