ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল আদালত
-1030843.jpg?v=1.1)
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। সান ফ্রান্সিসকোতে মার্কিন জেলা আদালতের বিচারক ট্রিনা থম্পসন শুক্রবার ৩৭ পৃষ্ঠার এক রায়ে হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের অভিবাসীদের ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) বাতিলের উদ্যোগ আটকে দেন।
রায়ে বিচারক জানান, এই সিদ্ধান্ত ছিল ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক মনোভাব দ্বারা প্রভাবিত’ এবং তা যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী লঙ্ঘন করেছে।
বিচারক রায়ে উল্লেখ করেন, ‘রঙ কোনো বিষ নয়, কোনো অপরাধও নয়।’ তিনি বলেন, মামলার বাদীপক্ষ যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পেরেছে যে তারা সংবিধানের পঞ্চম সংশোধনীর ভিত্তিতে আইনি লড়াইয়ে জয়ের যথেষ্ট সম্ভাবনা রাখে। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ও কর্মরত ৬০ হাজারেরও বেশি টিপিএসধারী অভিবাসী আপাতত সুরক্ষা পাবেন। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হন্ডুরাস ও নিকারাগুয়ার নাগরিক, যাদের অভিবাসন মর্যাদা চলতি বছরের সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা ছিল।
রায়ে স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েমের কিছু মন্তব্যেরও তীব্র সমালোচনা করা হয়। বিচারকের ভাষায়, সচিব নোয়েম অনথিভুক্ত অভিবাসীদের ‘আক্রমণকারী’ বা ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করে যে বক্তব্য দিয়েছেন, তা মার্কিন সমাজে বৈষম্যমূলক চিন্তাভাবনাকে উসকে দেয়। তিনি বলেন, এসব মন্তব্য বর্ণগত বিদ্বেষকে উস্কে দেয় এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলোর জন্য তা অত্যন্ত অপমানজনক ও হুমকিস্বরূপ।
বিচারক থম্পসন আরও বলেন, সচিবের এসব মন্তব্য বাইরের কারও কাছে ‘নির্দোষ বা সামান্য আক্রমণাত্মক’ মনে হলেও, লক্ষ্যভুক্ত গোষ্ঠীর সদস্যদের কাছে তা অত্যন্ত অপমানজনক, যেটা তাদের সামাজিক নিরাপত্তা ও আত্মপরিচয়ের জন্য হুমকি সৃষ্টি করে। তিনি রায়ে স্পষ্ট করেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বর্ণবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান এমন বৈষম্যকে অনুমোদন করে না।
এ রায় অভিবাসীদের পক্ষে এক তাৎপর্যপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে, যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আইনগত ও নৈতিক বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।