মার্কিন মুসলিমকে পিটিয়ে হত্যা করল ইসরায়েলিরা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৯:১৬ AM

পশ্চিমা সমর্থন পাওয়ায় দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডের দখলকৃত পশ্চিম তীরে প্রতিদিনই ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের নির্যাতনের শিকার হতে হয় স্থানীয় মুসলমানদেরকে। ফিলিস্তিনিদের উৎখাত করতে প্রায়ই হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটায় দখলদারেরা। এবার সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে প্রাণ দিতে হলো একজন মার্কিন নাগরিককেও। 

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রামাল্লাহর উত্তরে সিনজিলে ঘটেছে এ ঘটনা। সায়ফুল্লাহ মুসাল্লেত (২০) এক মুসলিম মার্কিন যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে সেখানকার ইহুদিরা। একইসঙ্গে হুসেইন আল-শালাবি (২৩) নামে স্থানীয় এক ফিলিস্তিনিকেও বুকে গুলি করে হত্যা করেছে তারা। খবর রয়টার্সের। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করতেন সায়ফুল্লাহ মুসাল্লেত নামে নিহত ওই মার্কিন যুবক। সম্প্রতি নিজের স্বজনদের সঙ্গে দেখা করার জন্য পশ্চিম তীরে এসেছিলেন তিনি।  

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মুসাল্লেতের পরিবার জানিয়েছে, সায়ফুল্লাহর ভাই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

পরিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি একটি অকল্পনীয় দুঃস্বপ্ন এবং অবিচার। এটি কোনো পরিবারকে কখনো যেন মোকাবেলা করতে না হয়। আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে দাবি করছি, তারা অবিলম্বে তদন্ত পরিচালনা করুক এবং সাইফের (ডাকনাম) হত্যাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করুক।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত। তবে পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে বিভাগটি আর কোনো মন্তব্য করবে না বলে জানায়। আর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনজিল শহরের এই ঘটনা তদন্ত করছে তারা। 

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।