উদ্বেগজনক তথ্য পেয়েই যুদ্ধবিরতিতে চাপ দেন যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ দলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলস। শুক্রবার সকালে তারা মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে কিছু উদ্বেগজনক তথ্য পান। সাবেক ও বর্তমান ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে।

সিএনএন বলছে, তথ্যগুলো সংবেদনশীল হওয়ায় এর ধরণ ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তারা। তবে তাঁরা বলেন, গোয়েন্দা তথ্যের গুরুত্ব অনুধাবণ করে জেডি ভ্যান্স নিজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, জেডি ভ্যান্স তাঁর পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান এবং শুক্রবার দুপুর ১২টার দিকে মোদির সঙ্গে কথা বলেন। তিনি মোদিকে স্পষ্ট ভাষায় বলেন, এ সপ্তাহের শেষের দিকে সংঘাত মারাত্মক রূপ নিতে পারে।

জেডি ভ্যান্স তাৎক্ষণিকভাবে মোদিকে সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে এবং উত্তেজনা কমানোর বিকল্পগুলো বিবেচনা করতে উৎসাহিত করেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা সিএনএকে আরও বলেন, যুক্তরাষ্ট্র সেই সময়ে উপলব্ধি করতে পারে যে, পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশকে এক্ষুণি আলোচনার টেবিলে বসানো দরকার। এরপর ভ্যান্স মোদিকে সঙ্কট সমাধানের একটি সম্ভাব্য রূপরেখা দেন।

যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত যে, রূপরেখাটি পাকিস্তান মেনে নেবে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি হোয়াইট হাউসের কর্মকর্তারা।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, মোদিকে ভ্যান্সের ফোনকলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাত্র একদিন আগেই ভ্যান্স বলেছিলেন, ভারত–পাকিস্তানের সংঘাত তাদের নিজেদের ব্যাপার। আমাদের ব্যাপার নয়। আমারা এই সংঘাতে জড়াব না।

সূত্র জানায়, জেডি ভ্যান্স ও মোদির ফোনালাপের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও তাঁর দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে রাতভর টেলিফোনে কথা বলেন। 

এরপর শনিবার সকালে ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরে মার্কো রুবিও এক্স পোস্টে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারত ও পাকিস্তানের সরকার অবিলম্বে যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ জায়গায় বসে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় রুবিও এবং ভ্যান্স দুই দেশের শীর্ষ কর্মকর্তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন, যার ফলাফল হচ্ছে এই যুদ্ধবিরতি।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি কীভাবে পর্যবেক্ষণ করা হবে তার সুনির্দিষ্ট বিবরণ এখন তৈরি করা হচ্ছে।

এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রশংসা করলেও ভারত তেমন কোনো মন্তব্য করেনি। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার প্রায় তিন ঘণ্টা পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এই অঞ্চলে শান্তির জন্য তাঁর নেতৃত্ব এবং সক্রিয় ভূমিকার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।’

অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যুদ্ধবিরতি ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি। বরং ভারতের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিটি দুটি দেশের মধ্যে ‘সরাসরি’ সম্পন্ন হয়েছে।