পাল্টা হামলা চালাল পাকিস্তান

পেহেলগামের হামলার প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার রাতের দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জায়গায় ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। এর পরপরই পাল্টা প্রতিশোধের হুমকি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেইসঙ্গে সীমান্তজুড়ে দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনাও অব্যাহত ছিল।
এর মাঝেই ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলা শুরু হয়।
এক প্রতিবেদনে পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
এদিকে বিবিসি জানিয়েছে, ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে।
জানা গেছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিজেদের তৈরি ফতেহ-১। ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুদামেও পাকিস্তান হামলা করেছে।
এর আগে, ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এগুলো হলো নূর খান এয়ার বেজ, মুরিদ বেস এবং শুরকোট এয়ারবেজ। ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এখন পর্যন্ত নূর খান, মুরিদ এবং শুরকট এয়ারবেজ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে তারা।