ফের মা হতে চলেছেন জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড!
শোবিজ তারকাদের মধ্যে মাঝে মাঝেই বিবাহ বিচ্ছেদের খবর শোনা যায়। তবে এর মধ্যে সবচেয়ে আলচিত বলা যায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত নায়ক জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে সংঘটিত বিবাহবিচ্ছেদ। ২০২১ সালের পর আবারও মা হতে চলেছেন এই অভিনেত্র!
অভিনেত্রী অ্যাম্বারের ঘরে আরও একটি সন্তান রয়েছে। এবার অভিনেত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।
২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।
ইতোমধ্যে অ্যাম্বারের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তাকে এবং ওনাঘের মঙ্গল কামনাও করেন অনুরাগীরা।
উল্লেখ্য, অ্যাকোয়াম্যান খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন জনি ডেপ। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো ছিল না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত। বহু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে স্পেনে চলে আসেন অ্যাম্বার।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া