মারা গেলেন বিশবিখ্যাত টাইটানিক সিনেমার প্রযোজক

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৫:০১ PM

বিশ্ববিখ্যাত টাইটানিক সিনেমার অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই। গত শুক্রবার (৫ জুলাই) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হলিউডের জনপ্রিয় এ প্রযোজকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

বিবিসি, এনবিসি, লস অ্যাঞ্জেলেস টাইমস এবং ভ্যারাইটির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো সিনেমার সহ-প্রযোজক হিসেবে ছিলেন ল্যান্ডাউ। 

ক্যামেরনের প্রযোজনা সংস্থা ‘লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের’ প্রধান অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ল্যান্ডাউ। নির্মাতার সঙ্গে জুটি বাঁধার আগে তিনি ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’র ফিচার ফিল্ম প্রোডাকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই ভূমিকায়, তিনি ‘ডাই হার্ড ২’, ‘মিসেস ডাউটফায়ার’ ও ‘পাওয়ার রেঞ্জারস’-এর মতো চলচ্চিত্র নির্মাণের তত্ত্বাবধান করেন।

১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান ল্যান্ডাউ। মুক্তির পর সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। অস্কারে সেরা ছবিসহ ১১টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে।

জন ল্যান্ডাউর মৃত্যুতে শোকের ছায়া হলিউডে। শনিবার (৬ জুলাই) শোকবার্তা দিয়েছেন জেমস ক্যামেরন।