ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট করায় 'স্ক্রিম ৭' মুভি থেকে বরখাস্ত হলিউড অভিনেত্রী মেলিসা
'নীরবতা আমার জন্য বিকল্প নয়': হলিউড অভিনেত্রী মেলিসা বারেরা
ফিলিস্তিনিদের সমর্থনে পোস্ট করায় এ সপ্তাহের শুরুতে 'স্ক্রিম সেভেন' সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে হলিউড অভিনেত্রী মেলিসা ব্যারেরাকে। এরপর তিনি বলেন, "নিরবতা আমার জন্য একটি বিকল্প নয়"।
একটি স্ক্রিম সিক্যুয়েল থেকে তার বরখাস্তের খবরের পরে, ব্যারেরা ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রথম এবং সর্বাগ্রে, আমি ইহুদিবিদ্বেষ এবং ইসলামফোবিয়ার নিন্দা করি। আমি যেকোনো গোষ্ঠীর প্রতি ঘৃণা ও কুসংস্কারের নিন্দা জানাই।”
“আমি যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের পক্ষে কথা বলতে এবং শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে সমর্থন অব্যাহত রাখব। নীরবতা আমার জন্য একটি বিকল্প নয়, "তিনি যোগ করেছেন।
যদিও প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মঙ্গলবার ভ্যারাইটিকে বলেছে যে, ব্যারেরাকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কারণে বরখাস্ত করা হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় তার পোস্টগুলিকে ইহুদি বিরোধী বলে ব্যাখ্যা করা হয়েছে। তার পোস্টগুলোতে 'জিরো টলারেন্স' রয়েছে বলে দাবি করা হয়েছে।