২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
চলতি বছর ডেঙ্গুতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৯০ জন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে তিনজন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের, তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৭১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৭১৫ জন।