অবসর যাবেন মেসি? যা বললেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ১২:৫১ PM

বয়সটা ৩৬ পেরিয়ে গেলেও লিওনেল মেসিকে মাঠে খেলতে দেখার তৃষ্ণাটা এখনও আগের মতোই আছে ভক্তদের মধ্যে। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হলেও মেসি তো মানুষ। আর মানুষ বলেই বয়স বাড়ে এবং সেই সঙ্গে উঠে আসে অবসরের প্রসঙ্গটাও।

২০২২ সালে কাতার বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগেই মেসি জানিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। অনেকেই ধারণ করেছিলেন ট্রফি জিতে অবসরের ডাক দেবেন মহাতারকা। তবে শিরোপা জেতার পর বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কিছুদিন খেলতে চাইলেন মেসি। তবে সেই কিছুদিন ঠিক কতদিন সেটা নিশ্চিতভাবে জানাননি এই তারকা।    

বয়সের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইনজুরি প্রবণতা বেড়েছে মেসির। তাই তার অবসরের প্রসঙ্গ ঘুরেফিরে আসছে বারবরাই। এবার এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করলেন সৌদি আরবভিত্তিক আরব সংবাদমাধ্যম এমবিপিসির বিগ টাইম পডকাস্টের সঞ্চালক।

অবসরের বিষয়ে প্রশ্ন শুনে খানিকটা অবাকই হয়েছেন মেসি। স্পষ্টভাবে জানিয়েছে দিলেন, এখনই ফুটবল ছাড়ার কোনো ইচ্ছা নেই তার, ‘যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আসবে সেই সময়। আমি বড়ই আত্মসমালোচক, আমি বুঝি কখন আমি ভালো খেলছি, কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়া সময় হয়েছে, আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।'
 
আর কতদিন খেলবেন, সেই প্রসঙ্গে মেসি বলেন, 'ভালো লাগার অনুভূতিটা যদি থাকে, আমি সব সময় চেষ্টা করব খেলতে; কারণ, আমি তো এটা করতেই ভালোবাসি। আর সেই কাজ কীভাবে করতে হয়, সেটিও তো আমি জানি।'  নিজের ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন মেসি। এখনও কোনো স্বপ্ন পূরণ করার আছে কিনা এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন মহাতারকা বলেন, 'আমি ভাগ্যবান ক্রীড়াজগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি। আমার আর কী চাওয়ার আছে। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে।'
 
অবসরের পর কী করবেন সেটা নিয়ে এখনও কিছু ভাবেননি বলে জানিয়েছেন মেসি, 'আমি এখনো ভাবিনি কিছু। আজকাল আমি দিন ধরে ধরে উপভোগ করার চেষ্টার করি। পরে কী হবে সেসব নিয়ে ভাবি না। ঠিক জানি না ভবিষ্যতে কী হবে। আমি চাই যত দিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে। যখন সময় আসবে আমি নিশ্চিত একটা পথ খুঁজে পাবই। হয়তো নিজের পছন্দের কোনো ভূমিকাই বেছে নেব তখন।'