ফরম পূরণ করা যাবে:  ৫ মে পর্যন্ত

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
সিটিজেন ডেক্স সিটিজেন ডেক্স
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ০৩:২৯ PM

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

আজ রবিবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত (বিলম্ব ফি ব্যতীত) বর্ধিত করা হলো। একইসঙ্গে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৬ মে ২০২৪ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৭ মে ২০২৪ তারিখ থেকে বাড়িয়ে ১২ মে ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। এছাড়াও ফি পরিশোধের তারিখ ১৩ মে ২০২৪ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম গত ১৬ এপ্রিল শুরু হয়। ২৫ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলার কথা ছিল। আগামী ৩০ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।