বুয়েটে ১৩ দিনের ছুটি ঘোণষা
রমজান, ইদুল ফিতর ও পহেলা বৈশাখসহ মিলিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১৩ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আগামী ১৭ এপ্রিল থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ইদুল ফিতর ও নববর্ষের উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ছুটিতে থাকবে। ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। গত ২৭ মার্চ ফোরকান উদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।