জ্বালানি খাতে অতিরিক্ত ৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে বিশ্বব্যাংক ৩ কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা। এই অর্থায়ন 'এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন' প্রকল্পে দেওয়া হবে। এর মাধ্যমে কুমিল্লা, চট্টগ্রাম, এবং নোয়াখালী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করা হবে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন।
এই প্রকল্পের মূল ঋণচুক্তি ২০১৮ সালের ১০ এপ্রিল স্বাক্ষরিত হয়, যার অধীনে ৩ হাজার ৬৪২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কোভিড-১৯ মহামারীর কারণে কিছু অর্থ প্রত্যাহার করা হয়, এবং বর্তমানে প্রকল্পটির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে অতিরিক্ত ৩ কোটি ডলার প্রয়োজন।
এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ৩০ বছরে পরিশোধ করতে হবে, যার সুদের হার ১.২৫% এবং সার্ভিস চার্জ ০.৭৫% নির্ধারিত হয়েছে।