২২ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রামে মিয়ানমারের জাহাজ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:০৬ PM

গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি টু জি) চুক্তির আওতায় মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জি টু জি চুক্তির মাধ্যমে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল আমদানি করা হয়েছে এবং এই চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে মিয়ানমার থেকে আসা চালের প্রথম চালান।

তিনি আরও জানান, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা সম্পন্ন করার পর দ্রুত খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।