ফের দানা বাঁধছে শ্রমিক অসন্তোষ; বন্ধ ১২ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪৫ PM

ফের দানা বাঁধছে শ্রমিক অসন্তোষ। সাভার, আশুলিয়া ও জিরানি এলাকায় শ্রমিক অসোন্তষের কারণে বন্ধ রয়েছে অন্তত ১২টি পোশাক কারখানা।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানায়, শ্রম আইন ১৩-এর ১ ধারায় এসকল কারখানা বন্ধ রাখা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএর তালিকাভুক্ত কারখানার মধ্যে ২ হাজার ৯৩ টি কারখানা উৎপাদন সচল রয়েছে। এছাড়া খোলা রাখার পর কাজ বন্ধ এবং স্ব বেতনে ছুটিতে চলে গেছে আটটি কারখানার শ্রমিক। 

বিজিএমইএ জানায়,  ৯৫ শতাংশের বেশি কারখানা অক্টোবর মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া গাজীপুরের কাশিমপুর  ও জিরানি এলাকায় দুই গার্মেন্টেসের শ্রমিক সংঘর্ষের ঘটনায় কাজ বন্ধ রয়েছে ডরিন গার্মেন্টসের তিনটি কারখানা।