আজ রাত থেকে ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০১:৩৯ PM

এসময় : ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত
পদ্মা-মেঘনাসহ দেশের সব নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞার এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয় ও নিষিদ্ধ থাকবে 

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ শনিবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দেশের সব নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরণের মাছ ধরায় জারি থাকবে এ নিষেধাজ্ঞা।
গত ২৩ সেপ্টেম্বর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। তিনি জানান, ইলিশ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে দিন নির্ধারণ করেন।

এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয় ও নিষিদ্ধ থাকবে এবং একইসঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।