জুলাইয়ের কমেছে প্রবাসী আয়; প্রথম ২৮ দিনে এলো ১৬৫ কোটি ৭০ লাখ ডলার
চলতি বছরের অন্যান্য মাসগুলোর তুলানায় জুলাইয়ে কমেছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৭০ লাখ ডলার। আর, গত ৩ দিনে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৪০ লাখ ডলার। সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হিসাব বলছে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৯৮ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬৮ লাখ ডলার।
আর বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
যদিও গত জুন মাসে প্রবাসীরা ২৫৪ কোটি ১৬ লাখ ডলার পাঠিয়েছেন। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।