বাংলাদেশ : মুদ্রানীতি কমিটিতে যুক্ত হবেন তিন বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৬:১২ PM

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পলিসি কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের বাইরে তিনজন বিশেষজ্ঞকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নতুন কমিটির আকার কমিয়ে আনা হচ্ছে। রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বর্তমানে মুদ্রানীতি প্রণয়নে গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের কমিটি রয়েছে। বাকী ৮ সদস্যের মধ্যে আছেন, চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধান, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালক। তবে পুনর্গঠিত কমিটিতে দুইজনকে বাদ দিয়ে ৭ সদস্যকে রাখা হয়েছে, যার প্রধানও হবেন গভর্নর।

পুনর্গঠিত কমিটি তিনজন ডেপুটি গভর্নরকে বাদ দিয়ে তাদের স্থলে বাইরে থেকে তিনজন বিশেষজ্ঞকে যুক্ত করা হচ্ছে। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান, বিআইডিএসের মহাপরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ কর্তৃক মনোনীতি একজন। অপর সদস্যের মধ্যে থাকবেন মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পরিচালক।