সিনেমাতে আপত্তি ছিল ববির মায়ের; আইটেম গান করায় চড়ও খেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬ PM

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একযুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। একসময় মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি। অ্যাকশনধর্মী ছবি থেকে রোম্যান্টিক সিনেমা—সব ধরনের চরিত্রেই কাজ করেছেন ববি। তবে তার ক্যারিয়ারের শুরুটা ছিল মডেলিংয়ে।

দর্শকরা তাকে একদিকে লেডি অ্যাকশন স্টার হিসেবে জানেন, আবার অন্যদিকে বিজলি চরিত্রেও আবির্ভূত হয়েছেন তিনি। তবে তার ক্যারিয়ার যাত্রা মোটেও সহজ ছিল না। ইন্ডাস্ট্রিতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল তাকে, তাছাড়া পারিবারিক সমর্থনও ছিল না। সবকিছুর পরও নিজের শক্ত ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা নিশ্চিত করেছেন এই নায়িকা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে নানান বিষয় নিয়ে কথা বলেছেন এই নায়িকা। ইয়ামিন হক ববি জানালেন, তার বাবার পছন্দের কিছু ছবি করার ইচ্ছে রয়েছে তার। সেগুলো এখনও তিনি করেননি, তাই রয়েছে নানান আক্ষেপ ও ক্ষুধা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসাতে ঘোর আপত্তি ছিল ববির মায়ের। এই নায়িকার মা মনে করতেন, মেয়ে এভাবে সিনেমা করলে অভিভাবক হিসেবে সম্মানহানি হবে তার। ফলে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্তও একরকম নিয়ে ফেলেছিলেন ববির মা।

চিত্রনায়িকা ববি বলেন, ‘আমি বাবার সঙ্গে বেশ কিছু ছবি দেখে বড় হয়েছি। যেমন দীপু নম্বর টু, শাবানা আজমির আর্ট, উত্তম সুচিত্রার ছবি-যা বাবার খুব পছন্দ। আমি চাচ্ছি এখনও কিছু কাজ করব। অনেকে বলেন আমি সাকসেসফুল হিরোইন- এখন অন্যকিছুর চেষ্টা করো।  কিন্তু আমার মনে যে খিদা রয়ে গেছে, আমি কিছু গল্প করতে চাই আমার বাবার জন্য।’

অভিনেত্রী বলেন, ‘আমার ছবি অডিয়েন্স পছন্দ করেছে, আই রেস্পেক্ট দ্যাট। কিন্তু  কমার্শিয়াল ছবিও ইন্ডাস্ট্রিজে থাকতে হয়, সেটা অনেক পরে বুঝেছি। আমি কাজ করেছি, চোখ মুখ বন্ধ করে। তবে ইন্ডাস্ট্রিতে এমন বাজে সময়ে এসেছি, তাই খুব গর্ব হয়। আবার তখন পরিবার থেকেও ১ শতাংশ সাপোর্ট পাই নি।’

ববি আরও বলেন, ‘একটা সময় অনেক বাজে সময় আমি পার করেছি। মায়ের সঙ্গে আমার যে লড়াইটা চলেছে কাউকে ভাষায় বলার মতো না। আমার কিছু কোল্ড জুয়েলারি, ক্রেস্ট ও কিছু ক্যাশ আমি বাসায় এনে দিয়েছিলাম। আমার মা এসব দেখে ছুঁড়ে ফেলেন। বাইরেও পলিটিক্সের শিকার হয়েছি, বাসায় এসে চড়ও খেয়েছি; যেমন আমি দেহরক্ষী আইটেম গানে শুট করে বাসায় গিয়ে মার খেয়েছিলাম।’