বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে শিরোনামহীনের গান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিজয়ের পর নতুন পুরোপুরি বদলে গেছে দেশ। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন দেশবাসী। সেই বদলে যাওয়া বাংলাদেশের জন্য নতুন গান গাইলো জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।
গত মঙ্গলবার (৬ আগস্ট) রাতে শিরোনামহীনের ফেসবুক পেজে ‘কেন’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়।
দলনেতা জিয়াউর রহমানের কথায় গানটি সুর করেছেন কাজী আহমেদ শাফিন। গানটির প্রথম চার লাইন— ‘আজ এই শহরের পাখিরা সারা রাত অযথাই অন্ধের মতো উড়ছে কেন / কড়া রোদে পুড়ে ছাই হয়ে আকাশের গায়ে লাল সূর্যটা তবু জ্বলছে কেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্তদের মন ছুঁয়েছে ২ মিনিট ৫১ সেকেন্ডের এই গান। ভক্তদের সাড়া পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শিরোনামহীনও।
দলটি জানায়, গানটি শোনা যাচ্ছে অ্যাপেল মিউজিক, জিও সায়ন, গানা, অ্যামাজন মিউজিক, স্পটফাই ও ইউটিউবে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা আন্দোলনের শুরু থেকেই তাদের পাশে ছিল শিরোনামহীন। সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদও জানিয়েছে দলটির শিল্পীরা।